ব্য়স্ত জীবনে অনেকেই নিয়ম করে নখ কাটতে ভুলে যান। এর ফলে নখের মধ্যে ময়লা জমতে থাকে। সঙ্গে ব্যকটেরিয়া, ছত্রাক ও ভাইরাস। এই কারণে নখ থেকে একাধিক ব্যাকটেরিয়াল সংক্রমণ হওয়ার আশঙ্কা থাকে। পায়ে জুতো পরলে ঘাম বেরোনোর জায়গা থাকে না। তাই নখের মধ্যে ঘাম জমে। এই ঘাম থেকে ছত্রাক সংক্রমণ হতে পারে। হাত ধুয়ে খেলেও নখের ময়লা সবসময় যায় না। ফলে সেই ময়লা পেটে গেলে সংক্রমণের ভয় থাকে। এমনকি পেটের নানা গোলযোগের পিছনে নখের ভূমিকা থাকে। অনেকের মুখে এমনিই ব্যাকটেরিয়ার কারণে দুর্গন্ধ হয়। নখের ময়লা জমলে তার সংখ্যা বেড়ে যায়। ডিসক্লেইমার: এই দাবি পরামর্শস্বরূপ। মেনে চলার আগে সরাসরি বিশেষজ্ঞের মত নিন।