শীতের মরশুম মানেই গুড়ের মিষ্টি, গুড়ের পায়েস, পিঠে-পুলি আরও কত কী।

Published by: ABP Ananda

চিনির পরিবর্তে ন্যাচারাল সুইটনার হিসেবে গুড় খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভাল।

Published by: ABP Ananda

গুড় খেলে কী কী উপকার পাওয়া যায়, জেনে নিন বিশদে।

Published by: ABP Ananda

বদহজম এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করতে সাহায্য করে এই গুড়।

Published by: ABP Ananda

আমাদের শরীরে ভরপুর এনার্জির জোগান দেয় এই গুড়। তাই গুড় খেলে আপনি চাঙ্গা থাকবেন।

Published by: ABP Ananda

চিনির তুলনায় গুড়ের মধ্যে গ্লাইসেমিক ইনডেক্সের পরিমাণ কম। আর তাই গুড় খেলে ব্লাড সুগারের মাত্রা নিয়ন্ত্রণে থাকে।

Published by: ABP Ananda

গুড়ে থাকে আয়রন এবং ফোলেট। অতএব গুড় খেলে আপনার শরীরে রক্তাল্পতার সমস্যা দেখা যাবা না।

Published by: ABP Ananda

বডি টিক্সিফিকেশনের কাজে সাহায্য করে গুড়। অর্থাৎ শরীরে জমে থাকা যাবতীয় দূষিত পদার্থ বের করে স্বাস্থ্য ভাল রাখে এই খাবার।

Published by: ABP Ananda

পটাশিয়াম এবং অল্প সোডিয়াম থাকার কারণে গুড় খেলে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে থাকে।

Published by: ABP Ananda

জয়েন্ট পেন অর্থাৎ গাঁটে ব্যথা কমাতে সাহায্য করে গুড়। আদা কুচি এবং গুড় একসঙ্গে খেলে জয়েন্ট পেন কমে খুব দ্রুত।

Published by: ABP Ananda