আঙুর খেতে অনেকেই পছন্দ করেন।



সবুজ-কালো এই দুই রঙেরই হয় আঙুর।



কোন আঙুরে বেশি পুষ্টি ? কালো না সবুজ ?



এই আঙুর শুকিয়েই আবার হয় কিশমিশ।



দুটি আঙুরেই ভরপুর ফাইবার, ভিটামিন ও খনিজ আছে।



সবুজ আঙুরের তুলনায় কালো আঙুরে কিছু উপাদান বেশি থাকে।



পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, ক্যালশিয়াম বেশি আছে কালো আঙুরে।



সবুজ আঙুর আবার ফাইবার, ভিটামিন সি-তে সমৃদ্ধ।



কালো আঙুরে কমে হৃদরোগের ঝুঁকি।



সবুজ আঙুরে আবার ব্যাকটেরিয়া-প্রতিরোধী উপাদান বেশি থাকে।