শীতকালে একপ্রস্থ হয়েছে। তারপর ফাল্গুন-চৈত্র। এস ময়েও ঠোঁট ফাটার সমস্যা দেখা যায় অনেকেরই।



সারাদিনই ঠোঁট শুকিয়ে খড়খড়ে হয়ে থাকে। কনুই, গোড়ালিতেও শুষ্কভাব দেখা যায়।



এই সময়েও ঠোঁট বাঁচাতে, ত্বকের যত্নে ব্যবহার করেন বাজারচলতি নানা পেট্রোলিয়াম জেলি।



সস্তা এবং সহজলভ্য এই নানা ধরনের পেট্রোলিয়াম জেলিগুলি। কিন্তু এতে কী লাভ হয়? নাকি উল্টে সমস্যা হয়?



শুষ্কভাব কাটানোর জন্য ত্বকের রক্ষাকবচ হিসেবে কাজ করে এগুলি।



ডিহাইড্রেটেড ত্বককে বাঁচাতে এবং দ্রুত মেরামত করতে সাহায্য করে এই ধরনের জেলি।



কিন্তু তাঁদের তেলাক্ত ত্বক, তাঁদের জন্য এর অতিরিক্ত ব্যবহার অস্বস্তির কারণ হতে পারে।



ব্রণ, ফুসকুড়ির সমস্যা যেমন বাড়ে, অনেকের ব়্যাশও বেরোতে পারে।



শুধু শুষ্ক জায়গা ব্যবহার করলেই ভাল। টি জ়োন বা মুখের তেলাক্ত অংশে এর ব্যবহার এড়ালে ভাল হয়।



এ ধরনের জিনিস এক এক জনের এক একটি সহ্য হয়। তাই কোনওরকম অসুবিধা হলে কিংবা স্পর্শকাতর ত্বক হলে আগে ডাক্তারের পরামর্শ প্রয়োজন।