চুলের রুক্ষ এবং শুষ্ক ভাব দূর করার জন্য তেল মালিশ করা প্রয়োজন। চুলের লম্বা অংশ এবং মাথার তালু, দু'ক্ষেত্রেই দরকার অয়েল ম্যাসাজ।

চুল এবং স্ক্যাল্প হাইড্রেটেড বা আর্দ্র রাখার জন্য বিভিন্ন ধরনের এসেনসিয়াল অয়েল যেমন নারকেল তেল, অলিভ অয়েল, আর্গন অয়েল দিয়ে ম্যাসাজ করা যেতে পারে।

অনেকেই চুলে ডিম মেখে থাকেন। চুল এবং স্ক্যাল্পের রুক্ষ, শুষ্ক ভাব দূর করতে কাজে লাগে ডিমের কুসুম। বাড়িতে হেয়ার প্যাক বানালেও ডিম ব্যবহার করতে পারেন।

ডিমের কুসুমে থাকা ভিটামিন এ, ভিটামিন সি এবং লেসিথিন উপকরণ চুলের রুক্ষ ভাব দূর করে এবং স্ক্যাল্প আর্দ্র রাখতে সাহায্য করে। ডিমের কুসুমের সঙ্গে মধু মিশিয়ে বাড়িতে হেয়ার প্যাক তৈরি করতে পারেন সহজে।

যাঁদের চুল রুক্ষ এবং শুষ্ক প্রকৃতির তাঁরা চুলে কোনও প্রকার হিটিং টুলস ব্যবহার না করলেই ভাল। বিশেষ করে চুল শুকানোর হেয়ার ড্রায়ার।

ভেজা চুল নরম কাপড় দিয়ে আলতো ভাবে মুছে নিন। তারপর তা প্রাকৃতিক উপায়ে শুকনো হওয়ার সময় দিন। হেয়ার ড্রায়ার ব্যবহার করলে চুল আরও রুক্ষ হবে।

চুলের রুক্ষ শুষ্ক ভাব দূর করার অন্যতম উপায় হল সপ্তাহে অন্তত একদিন হেয়ার মাস্ক ব্যবহার করা। বাড়িতেই তৈরি করে নিতে পারবেন এই হেয়ার মাস্ক।

অ্যাভোকাডো পেস্ট, স্ম্যাশ করা কলা দিয়ে তৈরি করতে পারেন হেয়ার মাস্ক। অ্যাভোকাডোতে রয়েছে অ্যামাইনো অ্যাসিড, প্রোটিন এবং ভিটামিন। আর কলার মধ্যে রয়েছে ফলিক অ্যাসিড এবং পটাশিয়াম। এইসব উপকরণ চুলের রুক্ষভাব দূর করে।

চুলের রুক্ষ, শুষ্ক ভাব দূর করার জন্য হেয়ার সিরাম ব্যবহার করতে পারেন। আপনার চুলের ধরন অনুসারে সঠিক হেয়ার সিরাম বেছে নিতে হবে।

চুল ভেজা থাকা অবস্থায় হাল্কা হাতে লাগিয়ে নিতে হবে হেয়ার সিরাম। চুল মোলায়েম এবং উজ্জ্বল রাখতে সাহায্য করবে এই হেয়ার সিরাম।