পাতিলেবুর রসে আছে ভিটামিন সি।
ছবি- পিক্সাবে


রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারে পাতিলেবুর রস।



কিন্তু যখন তখন খেলেই কি উপকার মেলে ?



অনেকে সকালে উঠে পাতিলেবুর রস গরম জলে খান।



এতে মেদ ঝরে যায় শরীরের।



অনেকে বলেন খালিপেটে পাতিলেবুর রস বদহজমের সমস্যা দূর করে।



মুখের দুর্গন্ধ কমিয়ে দিতে পারে লেবুর রস।



প্রতিদিন খালিপেটে লেবুর রস খেলে কমবে হজমের সমস্যা।



আবার অনেকে ডালের সঙ্গে লেবু চিপে খান।



তবে তার থেকে খালিপেটে সকালে লেবুজল খাওয়া উপকারি।
ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।