অল্প পরিমাণ টি ট্রি ওয়েল তুলোতে মিশিয়ে ব্ল্যাকহেডসের চারপাশে দিতে হবে, এতে ব্যাক্টেরিয়া বাড়তে পারে না
চিনি বা নুন দিয়ে স্ক্রাব ত্বকে ম্যাসাজ করলে এক্সফোলিয়েট করতে পারেন
গ্রিন টি ভিজিয়ে তা ম্যাসাজ করতে পারেন, এতে অতিরিক্ত তেল বেরোবে না
মুখে স্টিম নিতে পারেন, ভাল ফল পেতে তাতে যোগ করতে পারেন লেবুর টুকরো বা চন্দনের গুঁড়ো
বেকিং সোডা এবং জল দিয়ে পেস্ট তৈরি করে ১৫ থেকে ২০ মিনিট মাখতে হবে, এরপর হালকা গরম জল দিয়ে মুখ ধুয়ে নিতে হবে
দারচিনির সঙ্গে মধুর পেস্ট ১০ থেকে ১৫ মিনিট মেখে রাখুন, শুকিয়ে গেল ধুয়ে নিন
একটা বাটিতে সম পরিমাণ জল এবং অ্যাপল সিডার ভিনিগার মিশিয়ে তুলো দিয়ে মুখে মেখে নিন
ডিমের সাদা অংশ ফেটিয়ে তা ব্ল্যাকহেডসে হওয়া অংশে মাখুন, শুকিয়ে গেলে ধুয়ে নিন জল দিয়ে
ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।