বাঙালির অত্যন্ত পছন্দের শাক কলমি। খুবই সহজলভ্য। জানেন কি স্বাস্থ্যের উপকারে এর জুড়ি মেলা ভার?

Published by: ABP Ananda

কলমি শাক স্বাস্থ্যকর ফাইবার, প্রোটিন, ক্যালসিয়াম, আয়রন, ভিটামিন এ, সি-র দারুণ উৎস। ত্বক, চুল ও চোখের জন্য উপকারী।

Published by: ABP Ananda

প্রাকৃতিক উপায়ে ওজন ঝরানোর জন্য ও কলেস্টেরল কমানোর জন্য উপকারী এই শাক।

Published by: ABP Ananda

আয়রনে ভরপুর। ফলে অ্যানিমিয়ার নিরাময়ে এবং অন্তঃসত্ত্বাদের খাদ্যতালিকায় এই শাক থাকা বাঞ্ছনীয়।

Published by: ABP Ananda

পেটের সমস্যা মেটায়। এই শাকে থাকা ফাইবার হজমের সমস্যা, কনস্টিপেশন সারাতে সাহায্যকারী।

Published by: ABP Ananda

ক্যারোটেনয়েড, ভিটামিন এ থাকার কারণে চোখের জন্য খুবই উপকারী। ছানির সমস্যা থেকে বাঁচায়।

Published by: ABP Ananda

ত্বকের সমস্যা মেটাতে সাহায্য করে কলমি শাক। ত্বকের ক্যানসারের সম্ভাবনা কমায়। এছাড়া অ্যাকনে, একজিমা বা সোরিয়াসিসের সমস্যা প্রতিহত করে।

Published by: ABP Ananda

অন্যান্য সবুজ পাতাযুক্ত সবজির মতো এতেও রয়েছে রাসায়নিক অ্যান্টিঅক্সিড্যান্টস। যা নতুন কোষ তৈরিতে সহায়ক এবং ত্বককে উজ্জ্বল রাখে।

Published by: ABP Ananda

শুধু ত্বকেই নয়। চুলের ক্ষেত্রেও এর উপকারিতা আছে। স্বাস্থ্যকর স্ক্যাল্প ও চুল বজায় রাখতে কলমি শাক সাহায্য করে।

Published by: ABP Ananda

রস করে খেলে তা চুল লম্বা হতে সাহায্য করে। তাছাড়া চুলের গঠন, গড়ন ও গুণমান বৃদ্ধিতে সাহায্য করে।

Published by: ABP Ananda