অনেকেই রোজ ফল খান। আর সেই তালিকায় থাকে কলা। প্রতিদিন কলা খেলে আপনার হৃদযন্ত্র ভাল থাকবে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

কমলালেবু মূলত শীতের মরশুমের ফল। তবে আজকাল বছরের অন্যান্য সময়েও পাওয়া যায়। ভিটামিন সি যুক্ত কমলালেবু হার্টের খেয়াল রাখে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

পাকা পেঁপে নিয়মিত খেতে পারলে শুধু আপনার লিভার নয়, ভাল থাকবে হার্টও।

Published by: ABP Ananda
Image Source: Pexels

পেয়ারা খাওয়ার স্বাস্থ্যের জন্য বিভিন্ন কারণে ভাল। এর মধ্যে অন্যতম হল এই ফল হার্টের স্বাস্থ্যের খেয়াল রাখে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

বিভিন্ন ধরনের আঙুর খেলে ভাল থাকবে আপনার হৃদযন্ত্রের স্বাস্থ্যে। কালো আঙুর, লাল আঙুর খাওয়াও স্বাস্থ্যের জন্য খুবই ভাল।

Published by: ABP Ananda
Image Source: Pexels

আম হার্টের জন্য একটি ভাল ফল। আম খেলে ভাল থাকবে হার্টের স্বাস্থ্য। কিন্তু তাই বলে যথেচ্ছ পরিমাণে খাবেন না।

Published by: ABP Ananda
Image Source: Pexels

বেদানা গেলে শরীরে হিমোগ্লোবিনের মাত্রা বাড়ে একথা অনেকেই জানেন। এই ফল খেয়াল রাখে হৃদযন্ত্রের স্বাস্থ্যেরও।

Published by: ABP Ananda
Image Source: Pexels

বিভিন্ন ধরনের জাম- এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট। এই উপকরণ হার্টের স্বাস্থ্যের পক্ষে ভাল।

Published by: ABP Ananda
Image Source: Pexels

আলুবোখড়ার চাটনি অনেকেই খেতে খুব পছন্দ করেন। এই ফলও হার্টের জন্য ভাল। খেয়াল রাখে হৃদযন্ত্রের স্বাস্থ্যের।

Published by: ABP Ananda
Image Source: Pexels

রোজ একটা করে আপেল খেলে নিয়ন্ত্রণে থাকবে কোলেস্টেরলের মাত্রা এবং ভাল থাকবে হার্টের স্বাস্থ্য।

Published by: ABP Ananda
Image Source: Pexels