আধুনিক জীবনযাত্রায় ক্যান্সারের মতো মারাত্মক রোগগুলি মানুষকে খুব দ্রুত গ্রাস করছে।



ব্লাড গ্রুপ থেকে জানা যায় কোন রোগগুলির ঝুঁকি আপনার শরীরে বেশি



২০১৯ সালের বিএমসি ক্যান্সারের একটি প্রতিবেদন অনুসারে, এই বিষয়ে বিশেষ তথ্য পাওয়া গিয়েছে।



গবেষণায় দেখা গিয়েছে, 'O' ব্লাড গ্রুপের মানুষের তুলনায় 'এ' ব্লাড গ্রুপের ক্যান্সারের ঝুঁকি ১৩ শতাংশ বেশি



'এবি' ব্লাড গ্রুপের লোকেদের মধ্যে এই ঝুঁকি ১৮ শতাংশ বেশি



গবেষকরা আরও ৪০টি স্টাডির ফলাফল পরীক্ষা করেছেন, যেখানে একই ধরনের প্যাটার্ন পাওয়া গেছে।



তবে এ কথা একেবারেই ভুল, ব্লাড গ্রুপ এ বা এবি হলে, তার সঙ্গে ক্যান্সারের সরাসরি যোগ আছে।



অন্যান্য ব্লাড গ্রুপের লোকেদেরও পেটের ক্যান্সার হয়



তবে, এ ব্লাড গ্রুপের লোকেদের এই ক্যান্সারের ঝুঁকি বেশি।



ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট অনুসারে, আমেরিকায় পেটের ক্যান্সার খুব বেশি দেখা যায় না, তবে বিশ্বজুড়ে এটি পঞ্চম সাধারণ ক্যান্সার।