গরমকালে যেমন তরমুজ খাওয়া ভাল, তেমনই বর্ষায় এই ফল এড়িয়ে চলাই শ্রেয়।



তরমুজে জলীয় উপকরণ বেশি হওয়ার ফলে Bloating- এর সমস্যা তৈরি হতে পারে।



মাস্ক মেলন অর্থাৎ খরমুজ বর্ষাকালে না খাওয়াই স্বাস্থ্যের পক্ষে ভাল।



খরমুজ বর্ষাকালে সহজে পচে যেতে পারে। তাই এই ফল বর্ষায় না খাওয়াই ভাল।



বর্ষাকালে আনারস না খাওয়াই ভাল আপনার শরীর-স্বাস্থ্যের জন্য।



বর্ষাকালে আনারস খেলে ঠান্ডা লেগে যেতে পারে, গলায় অস্বস্তি হতে পারে। অ্যাসিডিটির সমস্যাও দেখা দিতে পারে।



এমনিতে কলার অনেক গুণ। কিন্তু বর্ষাকালে না খাওয়াই ভাল। খেলেও অল্প পরিমাণে খেতে হবে।



বর্ষার আর্দ্র আবহাওয়ায় কলা দ্রুত বেশি পেকে যায়, যা খেলে বদহজম হতে পারে। পেটের সমস্যা দেখা দিতে পারে।



গরমে মন ভরে লিচু খান। তবে বর্ষায় এই ফল এড়িয়ে চলুন।



বর্ষার আর্দ্র আবহাওয়ায় লিচু সহজে নষ্ট হতে পারে। আর এই ফল খেলে বাড়তে পারে পেটের সমস্যা।