ঠান্ডায় জল তেষ্টা কম পায়, কিন্তু পর্যাপ্ত পরিমাণ জল পান করতে হবে শীতকালেও

Published by: ABP Ananda

অন্যান্য সময়ের মতোই শীতকালে শরীরকে হাইড্রেট রাখতে হবে

Published by: ABP Ananda

রোগকে দূরে রাখতে বাদাম সহ ড্রাই ফ্রুটস খেতে হবে

Published by: ABP Ananda

এতে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আছে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারে

Published by: ABP Ananda

অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান আছে মধুতে, যা রোগ প্রতিরোধ গড়ে তুলতে পারে

Published by: ABP Ananda

সকালে গরম জলের সঙ্গে বা তুলসী পাতার সঙ্গে মধু মিশিয়ে খাওয়া যায়

Published by: ABP Ananda

জ্বর-সর্দি থেকে রেহাই দেয় হার্বাল চা

Published by: ABP Ananda

ক্যামোমাইল, আদার মতো উপাদানে আছে অ্যান্টিঅক্সিডেন্ট, যা চা পান করলে মেলে আরাম

Published by: ABP Ananda

সারা বছর তো বটেই শীতকালে ঘি খেলে শরীর থাকে গরম

Published by: ABP Ananda

এতে রয়েথে ভিটামিন A, D, E, K, ভাত বা রুটির সঙ্গে মিশিয়ে খাওয়া যায়

Published by: ABP Ananda

ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Published by: ABP Ananda