কমলালেবু কখন খাওয়া উচিত নয় ? যদি আপনার অ্যাসিডিটি বা পেটে আলসারের সমস্যা থাকে, তাহলে কমলালেবু খাওয়া এড়ানো উচিত এই লেবুতে যথেষ্ট অ্যাসিড থাকে। যা পেটের সমস্যা বাড়াতে পারে যদি আপনার সর্দি বা কাশি থাকে তাহলে কমলালেবু খাবেন না। কারণ, তাতে গলায় জ্বলন হতে পারে যদি আপনার ডায়াবেটিস থাকে, তাহলে সীমিত পরিমাণে খান এই ফল কারণ, এতে প্রাকৃতিক শর্করা থাকে ওষুধ খেলে এই লেবু সাবধানে খাওয়া উচিত কারণ, কমলালেবু কিছু ওষুধের প্রভাব কমিয়ে দিতে পারে রাতে এই লেবু খাওয়া উচিত নয়। কারণ এটি পাচনের সমস্যা তৈরি করতে পারে