রোজ ২-৩টি করে কাজু খেলে কেটে যায় এই সমস্যা স্বাস্থ্যের জন্য উপকারী বলে মনে করা হয় এই Dry Fruit-কে কিন্তু, জানেন কি কাজু খেলে ওজনও কম হতে পারে ? এতে ভালো ফ্যাট ও কার্বোহাইড্রেট থাকে। যা মেটাবলিজম বাড়ায় এতে শরীরে ফ্যাট জমে না এবং ওজন কমতে থাকে এই ড্রাই ফ্রুটে মজুত থাকা প্রোটিন ও ফাইবার পেটকে দীর্ঘ সময় ভরপুর রাখে যার জেরে বারবার খিদে পায় না কাজুতে প্রোটিন, কার্বোহাইড্রেট, ফাইবার, ম্যাগনেশিয়াম, জিঙ্ক ও আয়রন পাওয়া যায় ভরপুর মাত্রায় এতে হৃদরোগের ঝুঁকি কমে কাজু কাঁচা বা হাল্কা রোস্ট করে খেতে পারেন