কিছু মানুষের ভুলেও পেস্তা খাওয়া উচিত নয়

আমাদের শরীরের পক্ষে ভালো বলে মনে করা হয় এই Dry Fruit-কে

কিন্তু, জানেন কি পেস্তা অনেক রকম মানুষের খাওয়া উচিত নয় ?

পেস্তায় অক্সালেট নামক উপাদান থাকে

তাই যাদের কিডনির সমস্যা আছে তাদের এই ড্রাই ফ্রুট খাওয়া উচিত নয়

এছাড়া যাদের ওষুধ চলছে, তাদেরও পেস্তা খাওয়া উচিত নয়

কারণ, পেস্তা গরম প্রকৃতির হয়

যার জেরে এরকম একাধিক ওষুধ আছে, যার সঙ্গে পেস্তা খেলে পার্শ্ব-প্রতিক্রিয়া হতে পারে

এর পাশাপাশি পাচনের সমস্যা রয়েছে এমন মানুষদের পেস্তা খাওয়া উচিত নয়

কারণ, এতে আপনার বদহজম, পেট ব্যথা ও কোষ্ঠকাঠিন্যের সমস্যা হতে পারে