'Love at first sight' কি আদৌ সম্ভব?

Published by: ABP Ananda
Image Source: Pexels

বহু সিনেমাতে প্রথম দর্শনেই প্রেমে পড়ার বিষয়টি দেখা যায়।

Image Source: Pexels

কিন্তু কখনও ভেবেছেন কি, প্রথম দর্শনেই কি প্রেম আদৌ হতে পারে?

Image Source: Pexels

প্রথম দর্শনে প্রেমে পড়া সত্যিই সম্ভব কি না জেনে নেওয়া যাক।

Image Source: Pexels

আসলে, প্রথম দর্শনে প্রেম হয় না।

Image Source: Pexels

যখন আপনি প্রথমবার কাউকে দেখেন বা কারো সাথে মিলিত হন, তখন তাদের কিছু জিনিস আপনার ভালো লাগতে পারে, কিন্তু ভালোবাসা নাও হতে পারে।

Image Source: Pexels

প্রথম দর্শনে হওয়া অনুভূতিকে ভালবাসার থেকে আকর্ষণ বা মোহও বলা যেতে পারে।

Image Source: Pexels

কাউকে দেখলে শরীরে ডোপামিন নামক হরমোন নির্গত হওয়ায় সেই সময়ের অনুভূতিটা বেশ মনোরম হয়।

Image Source: Pexels

তবে প্রেম কিন্তু একসঙ্গে কিছু সময় কাটানো, একে অপরের সঙ্গে পরিচিত হওয়া এবং বোঝার পরেই হয়।

Image Source: Pexels

তাই প্রথম দেখাতে কাউকে পছন্দ হওয়ার পরে তা প্রেমে পরিণতি পেতেই পারে, তবে প্রথম দেখাতেই ভালবাসা হয় না।