বিটের রসে সুগার কমে ?

Published by: ABP Ananda
Image Source: Freepik

বিটের রসে অনেক ধরনের পুষ্টিগুণ রয়েছে।

Image Source: Freepik

তবে একইসঙ্গে স্টার্চ ও গ্লাইসেমিক ইনডেক্স এতে অনেক বেশি।

Image Source: Freepik

ফলে অনেকেই ভাবেন ডায়াবেটিস বা সুগার থাকলে বিট খাওয়া ঠিক নয়।

Image Source: Freepik

তবে বিটে প্রচুর মাত্রায় ডায়েটরি ফাইবার থাকে।

Image Source: Freepik

এই ফাইবারই রক্ত শর্করা নিয়ন্ত্রণে কাজ করে।

Image Source: Freepik

ফলে সুগার নিয়ন্ত্রণে রাখতে স্বল্প পরিমাণে বিট খাওয়া জরুরি।

Image Source: Freepik

বিট সেদ্ধ করে বা ভেজে খেলে বেশি উপকার মেলে।

Image Source: Freepik

উচ্চমাত্রায় সুগার থাকলে বিটের রস খানিক স্বস্তি দিতে পারে।

Image Source: Freepik

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

Image Source: Freepik