ঘুম থেকে উঠেই পান করতে হবে এক গ্লাস জল, এতে মেটাবলিজ়ম বাড়বে এবং হজমের সমস্যাও দূর হবে

Published by: ABP Ananda

এতে শুধু শারীরিক কার্যকলাপ বৃদ্ধিই পায় না, সঙ্গে সঙ্গে শরীর বুঝতে পারে দিন শুরু হল

Published by: ABP Ananda

ঘুম থেকে ওঠার পর কিছুক্ষণ হালকা শরীরচর্চা বা স্ট্রেচ করতে হবে

Published by: ABP Ananda

এতে পেশি সচল হতে সাহায্য করে এবং রক্ত সরবরাহ হতে সাহায্য করে পাশাপাশি দুশ্চিন্তা, উদ্বেগ কমতেও কার্যকরী

Published by: ABP Ananda

ফোনের জমা থাকা নোটিফিকেশন দেখার আগে যোগাসন করে ফেলুন কিছুক্ষণ

Published by: ABP Ananda

এর ফলে মন শান্ত হবে, লক্ষ্য স্থির থাকা যাবে এবং উদ্বেগ কমবে

Published by: ABP Ananda

মনে যা আছে তা লিখে ফেলুন খাতায়, সারাদিন যা করতে চান তা নথিবদ্ধ থাকলে কাজ করতেও সুবিধা হবে

Published by: ABP Ananda

পাশাপাশি কোন জিনিসটা বেশি গুরুত্বপূর্ণ বা কোনটা আগে করা উচিত তা নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন

Published by: ABP Ananda

ফোন আপনার এনার্জি নিয়ে নেওয়ার আগে সকালে উঠে চুপ করে বসে নিজের সঙ্গে কিছুক্ষণ সময় কাটান

Published by: ABP Ananda

ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Published by: ABP Ananda