কানে ঘা হয়ে অনেকেই দুল পরতে পারেন না।

কানে ঘা হয়ে অনেকেই দুল পরতে পারেন না।

কানের লতিতে অনেকসময় সংক্রমণ দেখা যায়।

কানের লতিতে অনেকসময় সংক্রমণ দেখা যায়।

কান ফুটো করানোর সময় সাবধান হতে হবে।

কান ফুটো করানোর সময় সাবধান হতে হবে।

অনেকক্ষেত্রে অ্যালার্জি বড়সড় বাধা হয়ে ওঠে।

অনেকক্ষেত্রে অ্যালার্জি বড়সড় বাধা হয়ে ওঠে।

আক্রান্ত অংশে গরম জলে তুলো ভিজিয়ে দিন।

আক্রান্ত অংশে গরম জলে তুলো ভিজিয়ে দিন।

গরম জলে সামান্য নুন মেশালে ভাল হবে।

গরম জলে সামান্য নুন মেশালে ভাল হবে।

কানের ওই অংশকে শুকনো রাখার চেষ্টা করুন।

কানের ওই অংশকে শুকনো রাখার চেষ্টা করুন।

নিজে বুঝে অ্য়ান্টিবায়োটিক ব্যবহার করবেন না।

নিজে বুঝে অ্য়ান্টিবায়োটিক ব্যবহার করবেন না।

যদি না কমে সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিন।

যদি না কমে সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিন।

ঘা শুকিয়ে এলে সোনার দুল পরলে কান ভাল থাকে।

ঘা শুকিয়ে এলে সোনার দুল পরলে কান ভাল থাকে।