বাড়ির মূল দরজা উত্তর, পূর্ব বা উত্তর-পূর্ব দিকে হলে ইতিবাচক পরিবেশ থাকবে বাড়ির ঢোকার দরজার সামনে এবং উত্তর দূর জঞ্জাল মুক্ত পরিষ্কার রাখতে হবে বাড়ির বসার ঘরের আসবাব যতটা সম্ভব উত্তর-পশ্চিম বা পশ্চিম দিকে রাখতে হবে বাড়ির মূল শোওয়ার ঘর দক্ষিণ-পশ্চিম দিকে রাখতে হবে, একই সারিতে খাট এবং দরজা রাখবেন না দক্ষিণ-পূর্ব দিকে রাখতে হবে রান্নাঘর, যাতে পর্যাপ্ত আলো বাতাস থাকে দরজা বা খাটের সরাসরি আয়না রাখবেন না ঘরের অন্তত একটা দেওয়ালে জানলা রাখার ব্যবস্থা করতে হবে, যাতে পর্যাপ্ত আলো ঢোকে দেওয়ালে এমন ছবি টাঙাতে হবে যা মনকে শান্ত রাখে এবং ইতিবাচক পরিবেশ বজায় রাখে বাড়িতে বাতাসের গুণমান বজায় রাখতে ঘরের মধ্য়ে রাখতে পারেন গাছ ডিসক্লেমার: এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে এবিপি লাইভ কোনও ধরনের বিশ্বাস, তথ্য সমর্থন করে না। কোন তথ্য বা অনুমান প্রয়োগ করার আগে, সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে পরামর্শ করুন।