স্নানের সময় সাবানের
পরিবর্তে শ্যাম্পু ব্যবহার করেন


আপনি একা নন,
এই অভ্যাস অনেকেরই


কিন্তু শ্যাম্পু কি সাবান
বা বডিওয়াশের বিকল্প হতে পারে?


আদৌ উচিত, না উচিত নয়,
উত্তর দিলেন বিশেষজ্ঞরা


শ্যাম্পুতে pH তুলনামূলক
ভাবে বেশি থাকে


অর্থাৎ শ্যাম্পু বেশি মাত্রায়
তৈলাক্ত ভাব দূর করে


ত্বকের তৈলাক্ত ভাব
চলে গেলে কিন্তু মুশকিল


অর্থাৎ শ্যাম্পু ব্যবহারে
ত্বক আরও শুষ্ক হয়


শ্যাম্পুতে চুলের উপযোগী
উপাদান থাকে


সেই উপাদান ত্বকের
জন্য আদর্শ নয়
এ ব্যাপারে অবশ্যই পরামর্শ নিন বিশেষজ্ঞের