গৌরগোপাল দাসের মতে, জীবনে প্রচুর মানুষের সঙ্গে বন্ধুত্ব হয় আমাদের। কিন্তু, আমাদের জীবনে ইতিবাচক পরিবর্তনের জন্য নির্বাচিত কিছু মানুষের সঙ্গেই ঘনিষ্ঠতা করা উচিত। (ছবি সৌজন্য-পিক্সাবে)

Published by: ABP Ananda

পরিচিত মানুষদের মধ্যে অনেকেই শুধু আনন্দ উপভোগ করতে পছন্দ করেন। রঙিন জীবন পছন্দ করেন। (ছবি সৌজন্য-পিক্সাবে)

পরিচিত মানুষদের মধ্যে কেউ কেউ থাকেন যাঁরা বিপদের সময়ে পাশে থাকেন। পরামর্শের পাশাপাশি বাড়িয়ে দেন সাহায্যের হাত। (ছবি সৌজন্য-পিক্সাবে)

জীবন আনন্দময় করে তোলার পাশাপাশি সাহায্যের হাতও বাড়িয়ে দেন এই রকম মানুষও আছেন অনেকে।(ছবি সৌজন্য-পিক্সাবে)

বন্ধুত্ব করার আগে আপনার পরিচিত মানুষটা কী ধরনের তা দেখে নিন ভালো করে। বন্ধুদের সংখ্যা না বাড়িয়ে ভালো বন্ধু বেছে নিন।(ছবি সৌজন্য-পিক্সাবে)

যারা শুধু আনন্দের দিনে আপনার পাশে থাকে তাদের বদলে বেছে নিন বিপদের দিনে পাশে থাকা মানুষটিকে।(ছবি সৌজন্য-পিক্সাবে)

অনেকে আবার কোনও কিছুতেই আপনার সঙ্গে থাকে না। তাদের এড়িয়ে চলুন।(ছবি সৌজন্য-পিক্সাবে)

জীবন কীভাবে কাটাতে চাইছেন তা অনেকাংশে নির্ভর করবে আপনার বন্ধু বেছে নেওয়ার ওপর। (ছবি সৌজন্য-পিক্সাবে)

কে আপনার জীবনের সুখ-দুঃখকে গুরুত্ব দিচ্ছেন তা দেখেই বন্ধুত্ব ও সম্পর্ক তৈরি করা উচিত বলে মত গৌরগোপাল দাসের।(ছবি সৌজন্য-পিক্সাবে)