এলাচ এভাবে খেলে দূরে পালাবে ডায়াবেটিসও

Published by: ABP Ananda
Image Source: Freepik

এলাচ নয়, এলাচ ভেজানো জলেও পাবেন অনেক উপকার।

Image Source: Freepik

ডায়াবেটিস নিয়ে যারা দুশ্চিন্তায় আছেন তাদের কাছে এলাচ ভেজানো জলের অনেক উপকার।

Image Source: Freepik

আজকের দিনে বহু মানুষ ডায়াবেটিসে ভোগেন।

Image Source: Freepik

তবে ডায়াবেটিস নিয়ন্ত্রণের অনেক ধরনের ঘরোয়া উপাদান আছে।

Image Source: Freepik

এলাচে থাকে অ্যান্টি অক্সিড্যান্ট, ক্যালশিয়াম, পটাশিয়াম ইত্যাদি।



তবে এলাচের জল কীভাবে খেলে উপকার পাবেন ?

Image Source: Freepik

এক লিটার জলে ৫-৭টি এলাচ ভিজিয়ে রাতভর রেখে দিন।

Image Source: Freepik

সকালে উঠে এই জল ফুটিয়ে অর্ধেক করে ফেলতে হবে।

Image Source: Freepik

সেই জল ছেঁকে নিয়ে দিনে ৩-৪ বার খেতে হবে।

Image Source: Freepik