বাজারজাত জিনিস ব্যবহার করতে অনেকের অনীহা দেখা যায়

Published by: ABP Ananda

এমনকী সানস্ক্রিন ব্যবহার করলেই অনেকেরই ঘাম, ব়্যাশের মতো সমস্যা হয়

Published by: ABP Ananda

বাজার থেকে কেনা সানস্ক্রিনের বিকল্প রয়েছে হাতের কাছেই, এই তালিকায় রয়েছে বেশ কিছু ঘরোয়া উপাদান

Published by: ABP Ananda

SPF যুক্ত নারকেল তেল ত্বককে হাইড্রেট করে, যদিও সানস্ক্রিনের পুরোপুরি বিকল্প বলা যায় না

Published by: ABP Ananda

অতিবেগুনি রশ্মির বিরুদ্ধে স্তর তৈরি করতে পারে অ্যালোভেরা জেল, ত্বককে ঠান্ডা রাখতে পারে

Published by: ABP Ananda

সানস্ক্রিনের বিকল্প হতে পারে রাস্পবেরি তেল, এর SPF রেঞ্জ ২৫-৫০

Published by: ABP Ananda

শিয়া বাটারে আছে অ্যান্টিঅক্সিডেন্ট, যা ত্বককে ময়শ্চারাইজ করে এবং প্রতিদিন ব্যবহার করা যায়

Published by: ABP Ananda

গাজর দিয়ে তৈরি তেলে SPF রেঞ্জ 35-40, ত্বক পোড়া সহ অকাল বার্ধক্য রোধ করে

Published by: ABP Ananda

ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Published by: ABP Ananda