চুলের স্বাস্থ্যের জন্য় অনেকেই ভরসা করে থাকেন ক্যাস্টর অয়েলের উপর।



কিন্তু কীভাবে ব্যবহার করা হবে সেই ক্যাস্টর অয়েল? ওই তেলের সঙ্গে নারকেল তেল মিশিয়ে নেওয়া যায়, ঘন ক্যাস্টর অয়েল মাথার ত্বকের জন্য কড়া হয়ে যাবে।



ক্যাস্টর অয়েলে নারকেল তেল মিশিয়ে সেটা স্ক্যাল্পে মাসাজ করতে হবে



আলতো করে সময় নিয়ে আঙুলের অল্প চাপে মাসাজ করলে রক্ত সঞ্চালন ভাল হয়, যা চুলের বৃদ্ধির জন্য প্রয়োজন।



তেল মেখে কতক্ষণ রাখতে হবে, এমন প্রশ্ন থাকে অনেকের মনে



কেউ কেউ তেল মেখে সারা রাত রেখে দেন। কেউ আবার স্নানের ঘণ্টাখানেক আগে তেল মেখে ধুয়ে নেন। দেখে নিন কোনটা আপনার বেশি কাজে দিচ্ছে



যে কোনও কাজ টানা করে গেলে তার ফল পাওয়া যায়। কিন্তু এক্ষেত্রে রোজ না করাই ভাল। সপ্তাহে এক বা দুদিন তেল মাখতে পারেন।



এক একজনের এক একটি বিষয়ে অ্যালার্জি থাকে। তাই ক্যাস্টর তেল দেওয়ার আগে প্যাচ টেস্ট করতে হবে। অর্থাৎ একটু জায়গায় (যেমন কানের পিছনে) তেল দিয়ে দেখে নিতে হবে।



তেল দেওয়ার আগে যেন স্ক্যাল্প পরিষ্কার থাকে। কোনওরকম সমস্যা বা প্রদাহ থাকলে তেল দেওয়া যাবে না।



ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতির জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।