সারাক্ষণ খিদে পায়? কোনও বিপদের ইঙ্গিত নয় তো?

Published by: ABP Ananda
Image Source: pexels

খিদে পাওয়া একটি সাধারণ বিষয়, তবে বেশি খিদে পাওয়া একটি বিশেষ সংকেতও হতে পারে

Image Source: pexels

কিছু মানুষের বার বার খিদে পায়, যা ডায়াবেটিসের প্রাথমিক লক্ষণও হতে পারে

Image Source: pexels

থাইরয়েড হরমোনের ভারসাম্যহীনতাও খিদে পাওয়ার কারণ হতে পারে

Image Source: pexels

অল্প ঘুমোলেও আমাদের খিদে বেড়ে যেতে পারে

Image Source: pexels

পর্যাপ্ত ঘুম না হলে শরীরে ঘ্রেলিন নামক হরমোন বাড়ে যা খিদে বাড়ায়

Image Source: pexels

অনেক সময় বেশি ক্ষুধার কারণ মানসিক চাপও হয়

Image Source: pexels

কখনও কখনও প্রোটিন বা ফাইবারের অভাবও শরীরে শক্তি জোগায় না, যার ফলে বার বার খিদে পায়

Image Source: pexels

কিছু মানুষের ক্ষেত্রে নিয়মিত কিছু ওষুধ সেবনও খিদে বাড়িয়ে দিতে পারে

Image Source: pexels

বার বার খিদে পেলে সেটাকে অবহেলা করবেন না, চিকিৎসকের পরামর্শ নিন

Image Source: pexels