অনেকসময় নখে এমন কিছু লক্ষণ দেখা যায়, যা খুব একটা স্বাভাবিক নয়। এইসব লক্ষণ অনেক রোগ চিনিয়ে দেয়।



নখের উপর অনেক সময় খাঁজ দেখা যায়। এগজিমা, সোরিয়াসিস কিংবা ইমিউনিটি কম থাকলে এইসব লক্ষণ দেখা যায়।



অনেকেরই নখ খুব সহজে ভেঙে যায়। লম্বায় বাড়তেও চায় না তেমন। ক্যালশিয়ামের অভাবে নখ ভঙ্গুর প্রকৃতির হতে পারে।



নখে প্রচুর কেমিক্যাল ব্যবহার হলে, ভিটামিনের অভাব থাকলে, থাইরয়েডের সমস্যা হলে নখ ভেঙে যেতে পারে খুব সহজে।



নখের উপর অনেক সময় কালচে একটা দাগ দেখা যায়। নখের উপর এই কালচে দাগ বেশ স্পষ্টভাবেই বোঝা যায়।



এই কালচে দাগ নখের উপর দেখা যাওয়ার অর্থ এক বিশেষ ধরনের ক্যান্সারে আক্রান্ত হয়েছেন আপনি। এটি বিশেষ ধরনের ত্বকের ক্যান্সার।



অনেক সময় নখের উপর হলদেটে ছোপ দেখা যায়। এই হলদেটে ছোপ স্থায়ী হতে পারে। এই ধরনের রং নখে ধরে গেলে বুঝতে হবে সমস্যা রয়েছে।



ফাঙ্গাল ইনফেকশন, ডায়াবেটিস, থাইরয়েড এবং ফুসফুসের সমস্যা থাকলে ত্বকে হলুদ ছোপ দেখা যেতে পারে।



নখের উপর সাদা সাদা ছোপ দেখা যায় অনেকসময়। লিভারের সমস্যা, অ্যানিমিয়া, হার্টের সমস্যা, ডায়াবেটিসের কারণে নখ দেখতে নিষ্প্রাণ লাগতে পারে।



নখের অনেক অস্বাভাবিক লক্ষণই চিনিয়ে দেয় লিভারের সমস্যা, হার্টের অসুখ, ডায়াবেটিসের সমস্যাও।