বাড়িতে নিরামিষ মানেই বাচ্চার টিফিন নিয়ে চিন্তায় পড়েন অনেক মা-ই! আমিষ ছাড়া কিছুই নাকি খেতে চায় না তারা।

Published by: ABP Ananda
Image Source: pixabay

তাহলে নিরামিষের দিনে মায়েরা ঝটপট বানিয়ে ফেলতে পারেন এই চিজ পনির র‍্যাপ। ছোটদের সঙ্গে সঙ্গে মনপসন্দ হবে বড়দেরও

Image Source: pixabay

মাত্র ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়েই আপনি বানিয়ে ফেলতে পারেন চিজ পনির র‍্যাপ! আসুন দেখে নিই কীভাবে

Image Source: pixabay

চিজ পনির র‍্যাপ বানানোর জন্য প্রথমেই দরকার একটি রুটি বা পরোটা। এটি বাড়িতে তৈরি করে নিলেই ভাল।

Image Source: pixabay

হাতে সময় না থাকলে বাইরে থেকে র‍্যাপ-এর রুটি কিনে আনতে পারেন, তবে স্বাস্থ্যকর খাবার বানাতে চাইলে এটি এড়িয়েই চলুন।

Image Source: pixabay

चीजी पनीर रैप এর জন্য পনির ছোট ছোট টুকরো করে কেটে নিন। এরপর ঘন দই, হলুদ, লঙ্কা গুঁড়ো এবং নুন দিয়ে ভালো করে মিশিয়ে কোটিং করুন।

প্রথমে পনিরের টুকরোগুলো ছোট ছোট করে কেটে নিন। এরপরে হাঙ্ক কার্ড বা জল ঝরানো দই, লঙ্গা গুঁড়ো, হলুদ ও নুন দিয়ে ভাল করে মাখিয়ে নিন।

Image Source: pixabay

এরপরে পনিরগুলো তেলে হাল্কা ভেজে নিন। ইচ্ছা হলে ডুবো তেলেও ভাজতে পারেন।

Image Source: pixabay

এরপরে ওই রুটির ওপর টম্যাটো সস, মেয়োনিজ ও গ্রীন চাটনি ভাল করে মাখিয়ে নিন

Image Source: pixabay

এরপরে রুটির মধ্যে পর্যাপ্ত পরিমাণে পনিরগুলো সাজিয়ে দিন। তার ওপর চিজ গ্রেড করে দিন। চাইলে দিয়ে দিতে পারেন অল্প সিদ্ধ সবজিও।

Image Source: pixabay

সবকিছু দিয়ে রুটিটা ভাঁজ করে নিন। এরপরে মাখন দিয়ে তাওয়ায় সাবধানে এপিঠ ওপিঠ করে সেঁকে নিন।

Image Source: pixabay

র‍্যাপ মুচমুচে হলেই নামিয়ে নিন। টম্যাটো সসের সঙ্গে পরিবেশন করুন গরম গরম চিজ পনির র‍্যাপ।

Image Source: pexels