আমলকি খাওয়া শীতের মরশুমে স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। ইমিউনিটি বাড়াতে সাহায্য করে এই ফল।

Published by: ABP Ananda
Image Source: Pexels

আমলকির রস করে খেতে পারেন। এছাড়া কাঁচা আমলকি চিবিয়ে খেলে কিংবা সেদ্ধ করে গরম ভাতের সঙ্গে খেলেও অনেক উপকার পাবেন।

Published by: ABP Ananda
Image Source: Pexels

আমলকির রসের সঙ্গে যদি চিয়া সিড মিশিয়ে খেতে পারেন তাহলে প্রচুর উপকার পাবেন। ভাল থাকবে শরীর-স্বাস্থ্য।

Published by: ABP Ananda
Image Source: Pexels

তাহলে জেনে নেওয়া যাক আমলকির রসের মধ্যে চিয়া সিড মিশিয়ে খেলে কীভাবে আপনার শরীর-স্বাস্থ্য ভাল থাকবে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

চিয়া সিড খেলে ওজন কমা। অন্যদিকে আমলকিও নিয়ন্ত্রণে রাখে ওজন। তাই এই দুই উপকরণ একসঙ্গে খেলে দ্রুত ঝরবে শরীরের অতিরিক্ত মেদ।

Published by: ABP Ananda
Image Source: Pexels

চিয়া সিডে প্রচুর ফাইবার রয়েছে। তাই চিয়া সিড খেলে বদহজমের সমস্যা দূর হয়। একইভাবে আমলকি খেলেও পেটের সমস্যা দূর হয় সহজে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

চিয়া সিড মেশানো আমলকির রস খেলে বদহজম, অ্যাসিডিটি, গ্যাস, কোষ্ঠকাঠিন্য-সহ পেটের একাধিক সমস্যা দূর হবে অল্পদিনেই।

Published by: ABP Ananda
Image Source: Pexels

চিয়া সিড এবং আমলকি, এই দুই উপকরণই আমাদের শরীরে ভরপুর এনার্জির জোগান দেয়। সহজে ক্লান্ত হতে দেয় না।

Published by: ABP Ananda
Image Source: Pexels

চিয়া সিড মেশানো আমলকির রস বডি ডিটক্সিফিকেশনে দারুণ ভাবে সাহায্য করে। শরীরে জমে থাকা যাবতীয় টক্সিন দূর হয় সহজে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

শীতের মরশুমে দিনে একবার আমলকির রসে চিয়া সিড মিশিয়ে খেতে পারেন আপনি। খালি পেটে খেলেই উপকার বেশি।

Published by: ABP Ananda
Image Source: Pexels