এমন একাধিক ফল রয়েছে, যেগুলোকে ভিটামিন B12-এর ভাণ্ডার বলা হয় কিন্ত, জানেন কি ভিটামিনের প্রয়োজন কেন পড়ে ? ভিটামিন আমাদের শরীরকে সুন্দরভাবে কাজ করতে সাহায্য করে সেগুলোর মধ্যেই একটি... ভিটামিন B12। যা আমাদের শরীরকে প্রয়োজনীয় পুষ্টি জোগায়। লোহিত রক্তকণিকায় সাহায্য করে এই ভিটামিনের অভাবে হাঁটাচলায় সমস্যা, ক্লান্তকর লাগা ও মাংসপেশি দুর্বল হয়ে যায় এই পরিস্থিতিতে ভিটামিন B12-এর অভাব হলে কিছু ফল খেতে পারেন। এগুলিকে সংশ্লিষ্ট ভিটামিনের ভাণ্ডার বলা হয় এই তালিকায় প্রথমেই রয়েছে কলা। এই ফলকে ভিটামিন B12-এর ভাণ্ডার বলা হয় আপেলেও ভালো পরিমাণে ভিটামিন B12 রয়েছে কমলালেবুতে ভিটামিন B12-এর পাশাপাশি বিটা ক্যারোটিন ও ক্যালসিয়াম থাকে এছাড়া ব্লুবেরি খেলে ডায়াবেটিস, ওজন, উদ্বেগ ও পাচন নিয়ন্ত্রণে থাকে