রক্তচাপের ওষুধ খান ? এই লক্ষণ দেখলেই সাবধান

Published by: ABP Ananda
Image Source: Freepik

রক্তচাপের ওষুধ কিডনি ও লিভারে প্রভাব ফেলে।

Image Source: Freepik

এই ধরনের ওষুধ শরীরে পটাশিয়ামের মাত্রা কমাতে পারে।

Image Source: Freepik

এই ওষুধের জন্য হৃৎস্পন্দন অনিয়মিত হয়ে যেতে পারে।

Image Source: Freepik

এই ধরনের বিটা ব্লকার ওষুধে মাথা ঘোরাতে পারে।

Image Source: Freepik

বমি বমি ভাব দেখা দিতে পারে।

Image Source: Freepik

কিডনির সমস্যার কারণে প্রস্রাবে জটিলতা দেখা দিতে পারে।

Image Source: Freepik

রক্তচাপের বিশেষ এক ধরনের ওষুধের কারণে পা ফুলতে পারে।

Image Source: Freepik

এই লক্ষণগুলি দেখলেই সাবধান হতে হবে।

Image Source: Freepik

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

Image Source: Freepik