মধুর সঙ্গে ঘি কোনওভাবেই খাওয়া চলবে না। খেলে বদহজমের সমস্যা দেখা দেবে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

মধু সহজে হজম হয়। আর ঘি- এর মধ্যে ফ্যাট এবং অ্যামাইনো অ্যাসিডের পরিমাণ বেশি হওয়ায় সহজে হজম হতে চায় না।

Published by: ABP Ananda
Image Source: Pexels

অ্যাসিডিক ফল কিংবা সবজি, অর্থাৎ যার মধ্যে সাইট্রিক অ্যাসিড বা ভিটামিন সি- এর পরিমাণ বেশি তার সঙ্গে ঘি খাওয়া একেবারেই উচিৎ নয়।

Published by: ABP Ananda
Image Source: Pexels

টোম্যাটো এবং আনারস- এই দুইয়ের সঙ্গে কখনও ভুলেও ঘি খাবেন না। বদহজমের মারাত্মক সমস্যা দেখা দিতে পারে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

মুলোর সঙ্গে ঘি খাওয়া চলবে না। অতএব শীতের মরশুমে মুলো ভাজা কিংবা মুলো ছেঁচকির সঙ্গে ঘি ভাত একেবারেই চলবে না।

Published by: ABP Ananda
Image Source: Pexels

মুলো এবং ঘি একসঙ্গে খেয়ে ফেললে শুধু বদহজম নয়, পেটের সমস্যাও দেখা দিতে পারে চরম পর্যায়ে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

অনেকে বলেন চা-কফির সঙ্গে ঘি মিশিয়ে খেলে ওজন কমে। একথা অবশ্য সত্যি। কিন্তু চা-কফির সঙ্গে ঘি মিশিয়ে না খাওয়াই শ্রেয়।

Published by: ABP Ananda
Image Source: Pexels

চা কিংবা কফির সঙ্গে ঘি মিশিয়ে খেলে বদহজম, অ্যাসিডিটি, গ্যাস এবং পেটের সমস্যা অবধারিত ভাবে দেখা দেবে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

গরম ভাতে ঘি, সঙ্গে একটা মুচমুচে মাছ ভাজা, আহা এমন খাবারের কথা শুনলেই জিভে জল আসতে বাধ্য। তবে মাছের সঙ্গেও ঘি খাওয়া উচিৎ নয়।

Published by: ABP Ananda
Image Source: Pexels

মাছে হেলদি ফ্যাটের পরিমাণ বেশি। আবার ঘিয়ের মধ্যেও রয়েছে প্রচুর ডেয়ারি ফ্যাট। তাই একসঙ্গে খেলে হজম করা বেশ কষ্টকর।

Published by: ABP Ananda
Image Source: Pexels