চিয়া সিডের মধ্যে রয়েছে ফাইবার, প্রোটিন, হেলদি ফ্যাট। ওমেগা থ্রি এই বিশেষ হেলদি ফ্যাট রয়েছে চিয়া সিডের মধ্যে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

অনেকেই দিনে একবার অন্তত স্যুপ খেয়ে থাকেন। এই স্যুপের সঙ্গে মিশিয়ে নিতে পারেন চিয়া সিড।

Published by: ABP Ananda
Image Source: Pexels

ব্রেকফাস্টে পেট ভরানোর জন্য খেতে পারেন স্মুদি। কম সময়ে এবং খুব সহজে তৈরি করে নেওয়া যায় এই স্মুদি।

Published by: ABP Ananda
Image Source: Pexels

স্মুদির মধ্যেও আপনি মিশিয়ে নিতে পারেন চিয়া সিড। বিভিন্ন ফল, ইয়োগার্ট এবং চিয়া সিড দিয়ে সুস্বাদু স্মুদি তৈরি করা যায়।

Published by: ABP Ananda
Image Source: Pexels

ওজন কমানোর পাশাপাশি শরীর সুস্থ রাখতে অনেকেই ডিটক্স ওয়াটার খেয়ে থাকেন। এইসব পানীয় শরীর-স্বাস্থ্য পরিশ্রুত রাখে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

জলের মধ্যে চিয়া সিড ভিজিয়ে রেখে সেই পানীয় খেতে পারলে উপকার অনেক। এটি একটি জনপ্রিয় ডিটক্স ড্রিঙ্ক।

Published by: ABP Ananda
Image Source: Pexels

ওজন কমাতে যাঁরা খাওয়া-দাওয়ায় নিয়ন্ত্রণ করছেন তাঁদের অনেকেই দিনে একবার স্যালাড খান।

Published by: ABP Ananda
Image Source: Pexels

এই স্যালাডে টপিংস হিসেবে ব্যবহার করুন চিয়া সিড। উপর থেকে চিয়া সিড ছড়িয়ে দিন আপনার স্যালাডের উপর।

Published by: ABP Ananda
Image Source: Pexels

অনেকে বাড়িতে রুটি তৈরির সঙ্গে সঙ্গে নানা ধরনের পাউরুটিও তৈরি করেন।

Published by: ABP Ananda
Image Source: Pexels

এইসব রুটি এবং পাউরুটি তৈরির সময় ব্যবহার করতে পারেন চিয়া সিড।

Published by: ABP Ananda
Image Source: Pexels