ডাব কিনে হতাশ, পাচ্ছেন না জল ?

কয়েকটা বিষয় জানলেই ঠকবেন না।

উজ্জ্বল-দাগহীন হলে ডাব ভাল হবে।

ওজন বেশি হলে ডাবে জল বেশি থাকবে।

তবে বাদামী ছোপ থাকলে ডাব নেবেন না।

কেনার আগে ডাব ভাল করে ঝাঁকান।

ছোট গোল ডাবেও প্রচুর জল থাকে।

শাঁস বেশি থাকলে ডাবে জল কম হবে।

ডাবে পটাশিয়াম, সোডিয়াম থাকে।

তাই ডাব স্বাস্থ্যের জন্য খুবই উপকারী।