চিয়া সিডে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে। তাই বেশি চিয়া সিড খেলে পেটের সমস্যা হতে পারে।
Published by: ABP Ananda
Image Source: Pexels
December 9, 2024
চিয়া সিড বেশি খেলে গা-গোলানো, বমি ভাব দেখা দিতে পারে। সেই সঙ্গে হতে পারে পেটে ব্যথা এবং ডায়েরিয়ায় সমস্যা।
Published by: ABP Ananda
Image Source: Pexels
December 9, 2024
বেশি পরিমাণ চিয়া সিড খেলে অ্যালার্জি এবং র্যাশ দেখা দিতে পারে ঠোঁটে এবং জিভে। ফুলে যেতে পারে ঠোঁট এবং জিভ।
Published by: ABP Ananda
Image Source: Pexels
December 9, 2024
চিয়া সিডে রয়েছে আলফা লিনোলেনিক অ্যাসিড নামের একটি বিশেষ ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড।
Published by: ABP Ananda
Image Source: Pexels
December 9, 2024
এই বিশেষ উপকরণ বেশি খাওয়া হলে প্রস্টেট ক্যানসারের সমস্যা দেখা দিতে পারে বলে জানা গিয়েছে গবেষণায়।
Published by: ABP Ananda
Image Source: Pexels
December 9, 2024
অতিরিক্ত পরিমাণে চিয়া সিড খেলে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের প্রভাবে রক্তক্ষরণের সমস্যা দেখা দিতে পারে। রক্ত পাতলা হয়ে যেতে পারে। অর্থাৎ রক্তের ঘনত্ব কমবে।
Published by: ABP Ananda
Image Source: Pexels
December 9, 2024
লো ব্লাড প্রেশার অর্থাৎ নিম্ন রক্তচাপের সমস্যা থাকলে চিয়া সিড খাওয়ার অভ্যাস এড়িয়ে চলুন অতি অবশ্যই।
Published by: ABP Ananda
Image Source: Pexels
December 9, 2024
চিয়া সিডে ক্যালোরি এবং ফ্যাটের পরিমাণ বেশি। তাই বেশি পরিমাণে চিয়া সিড খেলে ওজন কমার বদলে বাড়তে পারে।
Published by: ABP Ananda
Image Source: Pexels
December 9, 2024
চিয়া সিড ভালভাবে জলে ভিজিয়ে রেখে না খেলে গলায় আটকে যেতে পারে খাওয়ার সময়। তার ফলে বাড়তে পারে বিপত্তি।
Published by: ABP Ananda
Image Source: Pexels
December 9, 2024
অতএব যেদিন চিয়া সিড খাবেন তার আগের দিন রাতে জলে ভিজিয়ে রাখুন। তাহলে গলায় আটকে যাওয়ার সম্ভাবনা থাকবে না।