অ্যাভোকাডো ভাল করে পেস্ট করে তাতে মেশাতে হবে মধু, এরপর মিনিট ২০ চুল মেখে শ্যাম্পু করে নিতে হবে

Published by: ABP Ananda

মধু এবং দইয়ের গুণে চুল ময়শ্চারাইজ হয়, পাশাপাশি স্ক্যাল্প হয় সতেজ, কমতে পারে খুসকিও

Published by: ABP Ananda

নারকেল তেলের সঙ্গে দই ফেটিয়ে নিতে হবে, এই প্যাক চুলে মাখলে রুক্ষতা, চুল পড়ার সমস্যা দূর হবে

Published by: ABP Ananda

ডিমের সঙ্গে মেশাতে হবে অ্যালোভেরার নির্যাস, এতে উজ্জ্বল হবে, কমবে চুল পড়ার সমস্যাও

Published by: ABP Ananda

দইয়ের সঙ্গে লেবু ভাল করে ফেটিয়ে আধ ঘণ্টা মেখে রেখে দিন, এরপর শ্যাম্পু করে ধুয়ে ফেলুন

Published by: ABP Ananda

নারকেলের দুধ এবং মধু ভাল করে মেশাতে হবে, এই মিশ্রণে চুল হবে সফট

Published by: ABP Ananda

অলিভ ওয়েল এবং মধু ভাল করে মিশিয়ে মাখতে হবে চুলে, তাতে চুল পড়া কমবে

Published by: ABP Ananda

শিয়া বাটার এবং আমন্ড ওয়েল একসঙ্গে মিশিয়ে চুলে মাখলে বাড়বে জেল্লা, কমবে চুল পড়া

Published by: ABP Ananda

পাকা কলা মেখে তা ছেঁকে নিতে হবে, এরপর তাতে মেশাতে হবে অলিভ ওয়েল, এই মিশ্রণে চুল ছেঁড়া, খুসকির সমস্যা দূর হয়

Published by: ABP Ananda

ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Published by: ABP Ananda