সকালে লবঙ্গ ভেজানো জল খেলে কী উপকার ?

Published by: ABP Ananda
Image Source: Freepik

রান্নার সঙ্গে সঙ্গে ঔষধিগুণও রয়েছে লবঙ্গের।

Image Source: Freepik

এতে রয়েছে ভরপুর অ্যান্টিঅক্সিড্যান্ট, ভিটামিন।

Image Source: Freepik

এর কারণে আমাদের ইমিউনিটি বাড়ে।

Image Source: Freepik

পেটে প্রদাহ হলে লবঙ্গ ভেজানো জল কাজে দেয়।

Image Source: Freepik

লবঙ্গ ভেজানো জল মেটাবলিজম বাড়ায়।

Image Source: Freepik

এতে ওজন কমানো যায় সহজেই।

Image Source: Freepik

সকালে খালিপেটে লবঙ্গ ভেজানো জল খান অনেকেই।

Image Source: Freepik

গলাজ্বালা, শুকনো কাশি, কফের সমস্যা দূর হয় এতে।

Image Source: Freepik

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

Image Source: Freepik