এইসব মানুষের ভুল করেও লবঙ্গ খাওয়া উচিত নয়

আমাদের দেশে পুজোপাঠ থেকে শুরু করে রান্নাঘর পর্যন্ত...লবঙ্গ ব্যবহার করা হয়

এর ব্যবহার আয়ুর্বেদে ওষুধ হিসাবেও করা হয়

এতে কার্ব, ফাইবার, অ্যান্টি-ব্যাক্টেরিয়াল, অ্যান্টি-ভাইরাল, অ্যান্টি-ফাঙ্গাল উপাদান ছাড়াও ক্যালসিয়াম, ভিটামিন ডি ও ই থাকে

কিন্তু, আপনি কি জানেন এই গুণগুলো থাকা সত্ত্বেও কিছু মানুষের ক্ষেত্রে লবঙ্গ ক্ষতিকারক

সন্তান-সম্ভবা মহিলাদের লবঙ্গ খাওয়া উচিত নয়

অন্তঃসত্ত্বা অবস্থায় এটি খেলে ব্লিডিংয়ের আশঙ্কা থাকে

যাদের চোখের সমস্যা আছে, তাদের লবঙ্গ খাওয়া উচিত নয়

হেমোফিলিয়ায় আক্রান্তরা লবঙ্গ খাবেন না

ডায়াবেটিসের রোগীদেরও এটি খাওয়া উচিত নয়