এমনও হয় হার্ট অ্যাটাক হয়ে গেল, অথচ আপনি বুঝতেও পারলেন না।



এই ধরনের সমস্যাকে ‘সাইলেন্ট হার্ট অ্যাটাক’ বলে। সেরকম কোনও উপসর্গও থাকে না। একে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন বলে।



কমবয়সীদের মধ্যে হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে। নেপথ্যে উচ্চ ওবেসিটি, কোলেস্টেরল, ডায়াবেটিস।



খেয়াল রাখতে হবে কয়েকটি লক্ষণ , যা থেকে বোঝা যায়, সাইলেন্ট হার্ট অ্যাটাকের শিকার হতে পারেন আপনি।



উচ্চ রক্তচাপের মতো সমস্যা থাকলে বাড়ে সাইলেন্ট হার্ট অ্যাটাকের ঝুঁকি।



বুকে অস্বস্তি? বুকে হালকা ব্যথা , চাপ? হতে পারে আপনি সাইলেন্ট হার্ট অ্যাটাকের শিকার।



হঠাৎ হাঁসফাঁস, বমিভাব, বদহজমের অনুভূতিও এর লক্ষণ হতে পারে।



কোনও কোনও সময় বুকে ব্যথা হয় না। হাত, চোয়াল, চিবুক ইত্য়াদিতে ব্যথা হতে পারে।



কোনও কোনও কাজ করতে গিয়ে এতটাই হাঁফ ধরে যাচ্ছে, যা আগে হত না।



রাস্তায় মাথা ঘুরে পড়ে যাওয়া। কিছুই হচ্ছে না, অথচ কুলকুল করে ঘাম হচ্ছে, এমন উপসর্গ।