মিষ্টি খাবার ইচ্ছা বেড়ে যাবে অনেকটা।(ছবি সৌজন্য-পিক্সাবে) কোনও পরিশ্রম ছাড়াই ওজন কমে যাবে শরীরের।(ছবি সৌজন্য-পিক্সাবে) শরীরে সুগার বাসা বাঁধলে জল বা কোনও পানীয় খাওয়ার পরেও বারবার তেষ্টা পাবে।(ছবি সৌজন্য-পিক্সাবে) পরিমাণ মতো বিশ্রাম নিলেও শরীর ক্লান্ত লাগবে।(ছবি সৌজন্য-পিক্সাবে) মাঝে মাঝে মুখ শুকিয়ে যাবে। গলায় ও মুখে অস্বস্তি হবে।(ছবি সৌজন্য-পিক্সাবে) শরীরের কোনও জায়গায় কেটে গেলে সারতে সময় লাগবে।(ছবি সৌজন্য-পিক্সাবে) বারবার প্রস্রাব পাবে।(ছবি সৌজন্য-পিক্সাবে) গায়ে এলার্জি বের হতে দেখা যাবে।(ছবি সৌজন্য-পিক্সাবে) চোখে ঝাপসা দেখবেন। (ছবি সৌজন্য-পিক্সাবে) যেকোনও বিষয়ে মনোযোগের অভাব দেখা যাবে।(ছবি সৌজন্য-পিক্সাবে)