অনুষ্ঠান হোক বা কোনও আউটিং, মাঝেমধ্য়েই জাঙ্ক ফুড খাওয়া হয় আর তাতেই বাড়ে বদহজমের আশঙ্কা

Published by: ABP Ananda

খাওয়াদাওয়ার পর হাঁটতে পারেন, তাতে ধীরে ধীরে খাবার নামতে পারে, পেট ফাঁপার সমস্যাও কমে

Published by: ABP Ananda

ভারী খাবারও খাওয়ার পর অল্প গরম জল বা কোনও ভেষজ যুক্ত চা পান করতে পারেন, ঠান্ডা পানীয় না খাওয়াই শ্রেয়

Published by: ABP Ananda

গভীর প্রশ্বাস নেওয়ার অভ্যাস করুন, এতে এতে ধীরে ধীরে শান্ত হয় মন এবং শরীর

Published by: ABP Ananda

খাওয়ার পর মৌরি চিবিয়ে বা মৌরি ভেজানো জল পান করতে পারেন

Published by: ABP Ananda

বেশি খাওয়ার পর অনেক সময় শুয়ে পড়তে ইচ্ছে হয়, কিন্ত তাতে বদহজমের সমস্যা আরও বাড়ে

Published by: ABP Ananda

প্রচুর খেয়ে নিলে হালকা ব্যায়াম করতে পারেন, এতে খাবার দ্রুত নেমে যায়

Published by: ABP Ananda

আদায় আছে প্রদাহ বিরোধী উপাদান, যা পেট ব্যথা কমায় এবং লেবু হজম প্রক্রিয়াকে সহজ করে

Published by: ABP Ananda

খাবার খাওয়ার পর কোনও মিষ্টি খেলে বদহজমের আশঙ্কা বাড়ে, অন্তত এক থেকে দু ঘণ্টা অপেক্ষা করতে হবে

Published by: ABP Ananda

হালকা হাতে পেট মাসাজ করলে হজম প্রক্রিয়া সহজ হয়

Published by: ABP Ananda

ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Published by: ABP Ananda