প্রাকৃিত ফ্যাটি অ্যাসিড যুক্ত নারকেলের দুধ, যা চুলে এবং স্ক্যাল্পে পুষ্টি জোগায়, প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে কাজ করে

Published by: ABP Ananda

নারকেলর দুধ চুলের গোড়া পর্যন্ত গিয়ে চুলকে শক্ত করে, এতে আছে প্রয়োজনীয় ভিটামিন এবং মিনারেল যা নতুন চুল গজাতে সাহায্য করে

Published by: ABP Ananda

ভিটামিন E সমৃদ্ধ এই দুধ স্ক্যাল্পে সংক্রমণ রোধ করে, চুল পড়ার কমাতে পারে

Published by: ABP Ananda

অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান রয়েছে এই দুধে, যা খুসকি কমাতে সাহায্য করে

Published by: ABP Ananda

স্ক্যাল্পের শুষ্কতা কমায়, পাশাপাশি এই দুধ ব্যবহার স্ক্যাল্প ময়শ্চারাইজ থাকে

Published by: ABP Ananda

কীভাবে ব্যবহার? একটা কাপের এক চুতর্থাংশ নারকেলের দুধ নিয়ে তা অল্প গরম করে নিতে হবে

Published by: ABP Ananda

এরপর স্ক্যাল্পের বিভিন্ন জায়গায় হালকা হাতে মাসাজ করতে হবে

Published by: ABP Ananda

ব্যবহারের পর শাওয়ার ক্যাপ পরতে হবে, যাতে চুলে কোনও নোংরা না লাগে

Published by: ABP Ananda

এক ঘণ্টা রেখে শ্যাম্পু করে ঠান্ডা জল দিয়ে চুল ধুয়ে নিতে হবে

Published by: ABP Ananda

ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Published by: ABP Ananda