নারকেল তেল অনেকেই মুখে হাতে-পায়ে মাখেন।



নারকেল তেলের উপকার আছে, কিন্তু গায়ে মাখা কি ঠিক ?



নারকেল তেল ত্বককে আর্দ্র রাখে, চুলের শুষ্কতা কমায়।



নারকেল তেল লম্বা, ঘন চুলের জন্য উপকারী।



কিন্তু নারকেল তেল তৈলাক্ত ত্বকের জন্য খুব একটা ভাল নয়।



ত্বকের ছিদ্র বন্ধ করে দেয় নারকেল তেল।



এর ফলে ত্বকে ব্রণ দেখা দিতে পারে।



নারকেল তেল ব্যবহারের আগে প্যাচ টেস্ট করে নেওয়া দরকার।



নারকেল তেলে অ্যালার্জি থাকলে তা ব্যবহার করা উচিত নয়।



ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।