কফির সঙ্গে ব্যবহার করুন হলুদ ত্বকের এনার্জি বাড়ায় কফি, অন্যদিকে হলুদ ত্বক উজ্জ্বল করতে পারে ব্যবহার করতে পারেন কফি এবং দই চার চামচ দইয়ের সঙ্গে মেশান দু চামচ কফি, ত্বকের প্রদাহ দূর করবে এই মিশ্রণ এক টুকরো কুমড়োর পেস্টের সঙ্গে মিশিয়ে নিন কফি এই মিশ্রণে ত্বক উজ্জ্বল করে, লালভাব দূর করতে পারে এক চামচ কফির সঙ্গে মিশিয়ে নিন লেবুর রস এবং মধু এই তিন মিশ্রণে ট্যান দূর হতে পারে অ্যালোভেরার নির্যাসের সঙ্গে মেশাতে পারেন কফি ত্বকের আরাম দেয় প্যাক দূর করতে পারে ত্বকের জ্বালাভাব