সুতি ছাড়া অন্য কিছু
পরতে পারেন না অনেকে


কারও কারও আবার
লিনেন ছাড়া চলে না


কিন্তু এর মধ্যে
কোনটি বেশি ভাল?


সুতির জামাকাপড়
নরম ও আরামদায়ক


সুতির কাপড়ে বাতাস
চলাচল করে, ঘাম শুষে নেয়


অ্যালার্জি হয় না, সেনসিটিভ
ত্বকের জন্য ভাল


তবে আর্দ্র আবহাওয়ায়
ভিজে ভিজে বলে মনে হয়


কাচা-ধোওয়া হতে হতে গুণমান
নষ্ট হয়ে যায় সুতির কাপড়ের


সুতির চেয়ে লিনেন
অনেক বেশি টেকসই


জীবাণু, ফাঙ্গাস, দুর্গন্ধ
হয় না লিনেনের জামাকাপড়ে


ঘাম টেনে দ্রুত শুকিয়ে যায়,
শরীরও ঠান্ডা রাখে


তবে সুতির মতো লিলেন
ততটা নরম নয়


দামও তুলনামূলক বেশি,
সহজে কুঁচকেও যায়