শীতকালে গোড়ালি ফাটার সমস্যায় প্রায় সবাই সমস্যায় পড়েন
চর্মরোগ বিশেষজ্ঞ ডঃ দিব্যা সহায় এই বিষয়ে কথা বলেছেন
শীতকালে ত্বকের শুষ্কতা এবং শুষ্কতাই এই গোড়ালি ফাটার কারণ
দিব্যা সহায় জানিয়েছেন, ''পায়ের ও ত্বকের যত্ন নেওয়া খুব জরুরি''
শীতকালে ঠান্ডা বাতাস গোড়ালির ফাঁকে ফাঁকে ঢুকে ত্বকের আর্দ্রতা কমিয়ে দেয়
গোড়ালিতে মশ্চারাইজার ব্যবহার করার কথাও জানিয়েছেন চর্মরোগ বিশেষজ্ঞ
পায়ের গােড়ালি ভ্যাসলিনে ভিজিয়ে রাখার কথাও জানিয়েছেন তিনি
শীতকালে খবর গরম জলে স্নান করা থেকেও বিরত থাকতে বলা হয়েছে
গোড়ালি সুস্থ রাখতে সবসময় মোজা পরে থাকার কথা জানিয়েছেন চিকিৎসকরা
ঠাণ্ডা জল যত কম গোড়ালিতে ছোঁবে, ততই গোড়ালি ভাল থাকবে