সম্প্রতি সোশ্যাল মিডিয়ার দৌলতে ভাইরাল হয়েছে কালো রঙের গাজর।

Published by: ABP Ananda

ভারতে কালো রঙের গাজরের চাষ হয়, তবে খুবই দুর্লভ এই সবজি।

Published by: ABP Ananda

এমনি গাজরের তুলনায় এই কালো রঙের গাজরের গুণ অনেক বেশি।

Published by: ABP Ananda

একাধিক পুষ্টি উপকরণ অর্থাৎ নিউট্রিয়েন্টস রয়েছে কালো রঙের গাজরের মধ্যে।

Published by: ABP Ananda

এবার জেনে নেওয়া যাক কালো রঙের গাজর খেলে আপনি কী কী উপকার পাবেন।

Published by: ABP Ananda

প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে কালো রঙের গাজরে। হার্টের অসুখ, ক্যানসারের মতো সমস্যা কমায় এই সবজি।

Published by: ABP Ananda

এমনি গাজর খাওয়া যেমন চোখের স্বাস্থ্যের জন্য ভাল, তেমনই কালো গাজর খেলেও ভাল থাকবে দৃষ্টিশক্তি। ভিটামিন এ রয়েছে এউ গাজরে।

Published by: ABP Ananda

কালো গাজরে ডায়েটারি ফাইবার রয়েছে অনেক পরিমাণে। এই উপকরণ অনেকক্ষণ পেট ভরিয়ে রাখে। হজমশক্তি ভাল করে।

Published by: ABP Ananda

এমনি গাজরের মতো কালো রঙের গাজরেও রয়েছে ভিটামিন সি, যা আমাদের ইমিউনিটি আরও বৃদ্ধি করে।

Published by: ABP Ananda

ভিটামিন এ এবং ভিটামিন সি সমৃদ্ধ কালো রঙের গাজর খেলে ভাল থাকবে আপনার ত্বক।

Published by: ABP Ananda