এই কৌশলগুলির মাধ্যমে ক্রেডিট কার্ডের বিল অর্ধেক হয়ে যাবে

Published by: ABP Ananda
Image Source: pexels

অনেক সময় এই কার্ড আমাদের ঋণেও ফেলে দেয়

Image Source: pexels

বিশেষ করে যখন বিল সময় মতো পরিশোধ করা না হয়, তখন সুদ বাড়তে থাকে

Image Source: pexels

কিন্তু কিছু বদ্ধিদীপ্ত কৌশল অবলম্বন করলেই আপনি আপনার কার্ডের বিল প্রায় অর্ধেক মাতে পারেন

Image Source: pexels

কেবল 'ন্যূনতম পরিশোধ' করলে কিন্তু আপনার বকেয়া বাড়তে থাকে

Image Source: pexels

সবসময় পুরো বিল পরিশোধ করতে অথবা অন্তত ৮০% পরিশোধ করতে চেষ্টা করুন।

Image Source: pexels

কার্ডের সুদ অনেক বেড়ে গেছে, এক্ষেত্রে অন্য কোনো ব্যাঙ্কের কার্ডে ব্যালেন্স ট্রান্সফার করিয়ে নিন।

Image Source: pexels

এর ফলে কিছু মাসের জন্য সুদের হার খুবই কম বা শূন্য হয়ে যায়

Image Source: pexels

বড় বিল একবারে পরিশোধ করার পরিবর্তে ইএমআই-তে পরিবর্তন করা ভালো।

Image Source: pexels

এই কৌশল কিন্তু ইএমআইয়ের সুদের হার কমিয়ে বিল পরিশোধ করা সহজ করে তোলে

Image Source: pexels