Image Source: Freepik

কান্নার পিছনেও আমাদের বেশ কিছু ক্যালোরি খরচ হয়।

Image Source: Freepik

২০১৯ সালের একটি গবেষণায় বলা হয়েছে একটি নির্দিষ্ট সময় কান্নার কথা।

Image Source: Freepik

রাত সাতটা থেকে দশটার মধ্য়ে নিয়ম করে কাঁদতে পারলে ওজন কমিয়ে ফেলা যায়।

Image Source: Freepik

তবে কতটা ওজন কমে তাতে ? এই নিয়েই বিতর্ক রয়েছে।

Image Source: Freepik

নেচার জার্নালে প্রকাশিত ২০০৭ সালের একটি গবেষণা জানাচ্ছে কাঁদলে ওজন কমে।

Image Source: Freepik

একটানা হাসতে পারলেও ক্যালোরি খরচ হয়।

Image Source: Freepik

হাসলে প্রতি মিনিটে ১.৩ ক্যালোরি খরচ হয়। অন্যদিকে কাঁদলেও কমবেশি একই খরচ।

Image Source: Freepik

অর্থাৎ ৩০ মিনিট কাঁদতে পারলে ৩৯ ক্য়ালোরি খরচ হয়ে যায়।

Image Source: Freepik

তবে কান্নার আরও বেশ কিছু গুণ রয়েছে। এটি মন হালকা করে।

Image Source: Freepik

মনে জমে থাকা অনেক দুঃখই হালকা করে কান্না। যা ভাল থাকার জন্য জরুরি।