টক দইয়ে নুন মিশিয়ে খাওয়া ভাল ?

Published by: ABP Ananda
Image Source: Freepik

অনেকেই টক দইয়ে অল্প নুন মিশিয়ে খান।

Image Source: Freepik

অনেকে আবার নুন চিনি দুটিই মিশিয়ে নেন।

Image Source: Freepik

এতে কি শরীরে কোনো ক্ষতি হয় ?

Image Source: Freepik

দইয়ে নুন দিলে এতে সমস্ত ভাল ব্যাকটেরিয়া মরে যায়।

Image Source: Freepik

এতে আমাদের পাচনতন্ত্রে প্রভাব পড়ে।

Image Source: Freepik

এমনকী শরীরে মেটাবলিজমেও আসে বদল।

Image Source: Freepik

উচ্চ রক্তচাপের রোগীদের নুন মিশিয়ে খাওয়াই উচিত নয়।

Image Source: Freepik

এতে স্ট্রোকের সম্ভাবনা বাড়তে পারে।

Image Source: Freepik

তবে এতে চিনি, গুড় মিশিয়ে খাওয়া যায়।

Image Source: Freepik